বুধবার, ২ জুলাই ২০২৫

সিলেট সীমান্তে প্রায় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট সীমান্তে প্রায় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ
বুধবার, ২ জুলাই ২০২৫



সিলেট সীমান্তে প্রায় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কো‌টি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সদস্যরা অভিযান চা‌লিয়ে এসব পণ‌্য জব্দ ক‌রে।

বুধবার (২ জুলাই ) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে এসব পণ‌্য জব্দ করা হয়। এসব প‌ণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদি, টমেটো ও চিনি।
জব্দকৃত মালামালের আনুমা‌নিক সিজার মূল‌্য ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা।

অভিযানে ভারতীয় পণ্য ছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকা জব্দ করা হয়েছে। এসব মালামাল দীর্ঘদিন ধরেই সীমান্তপথে বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছে।

সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে।
জব্দকৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে নিয়মিত টহল, তথ্যভিত্তিক অভিযান এবং স্থানীয়দের সঙ্গে সমন্বিত সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হচ্ছে। এ ধরনের অভিযানে সীমান্তে চোরাচালানকারীদের সাহস কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৯   ৫৮ বার পঠিত