শনিবার, ৫ জুলাই ২০২৫

এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম
শনিবার, ৫ জুলাই ২০২৫



এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম

এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ নিয়ে নাগরিক ঐক্যের সেমিনারে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন নানা সংস্কার নিয়ে আলোচনা করলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার বাইরেই রয়ে যাচ্ছে। বারবার দেশের মানুষ রক্ত দিলেও এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।’

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ও তাদের দলের নেতারা আত্মগোপনে ছিলেন।’

এ সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩২   ৯ বার পঠিত