
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করেছে।
শনিবার (৫ জুলাই) ভোর রাত ৪টা ২০ মিনিটে দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের আওতায় ঠাকুরগাঁওয়ে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, পুশইনকৃতরা দুটি পরিবারের সদস্য। এদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। পরে এই ঘটনায় বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আটক ব্যক্তিরা হলেন:
সজীব হোসেন, পিতা: হাবিবুর রহমান, গ্রাম: কালডাঙা, থানা: কালিয়া, জেলা: নড়াইল
খাদিজা খাতুন, স্বামী: সজীব হোসেন
ইয়ানুর ইসলাম (৮) ও সাদিয়া খাতুন (১), পিতা: সজীব হোসেন
ইকরামুল মোল্লা, পিতা: সিদ্দিক মোল্লা, গ্রাম: সাতবাড়িয়া, থানা: কালিয়া, জেলা: নড়াইল
কহিনুর বেগম, পিতা: সিদ্দিক মোল্লা, একই ঠিকানা
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই শহরে যান। সেখানে ১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের অবৈধ অভিবাসী হিসেবে আটক করে এবং ৪ জুলাই বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করেছে বিজিবি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বাংলাদেশ সময়: ১৫:১৩:১৮ ৯ বার পঠিত