পৌর বিএনপির শাহীন সভাপতি, পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পৌর বিএনপির শাহীন সভাপতি, পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত
শনিবার, ৫ জুলাই ২০২৫



পৌর বিএনপির শাহীন সভাপতি, পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত

জামালপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন জাঁকজমক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

৬৩৯ জন কাউন্সিলরের ভোটে সভাপতি পদে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লেকু পেয়েছেন ২৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে অপর প্রার্থী শাহ আফরাফুল আলম ফকির পেয়েছেন ২৬৫ ভোট।

নব-নির্বাচিত সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এর আগে উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি সাবেক পৌর মেয়র ছিলেন। সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দলীয় পদে রয়েছেন।

দ্বি-বার্ষিক সম্মেলন দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভা শেষে দুপুরে দ্বিতীয় পর্বে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম সম্মেলনের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।

দীর্ঘদিন পর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৯   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যা মানুষ বোঝে না তা কেন হবে, পিআর নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের
সনদে স্বাক্ষর না করলে কালোমেঘে ছেয়ে যাবে দেশের আকাশ: রিজভী
মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
চানখারপুলে ৬ হত্যা : উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্যগ্রহণ শুরু
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবো না
নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না: দুদু
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ