
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘‘সমাজের ভালো মানুষরা যেন বিএনপির সদস্য হতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, দালাল এবং মানুষের প্রতি অন্যায়কারী—এই শ্রেণির কেউ বিএনপির সদস্য হতে পারবে না। তারা মানুষ ও সমাজের শত্রু। কিন্তু সাধারণ নাগরিক, বিশেষ করে গত ১৫ বছরে যারা নতুন ভোটার হয়েছেন—এমন ২ কোটিরও বেশি তরুণ জনগোষ্ঠী বিএনপির নতুন সদস্য হতে পারবেন।’’
শনিবার (৫ জুলাই) বিকেলে সদর থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নবায়ন সদস্য ফরম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গত বছর ৮ আগস্ট এই দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের মূল কাজ হলো একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু বর্তমানে কিছু মানুষ এমন বক্তব্য দিচ্ছেন, যা দুর্বল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। যারা দুর্বল সরকার চায়, তারা প্রকৃতপক্ষে দেশের শত্রু। দুর্বল সরকার ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।”
পিআর পদ্ধতিতে নির্বাচনের উদ্দেশ্য বলেন, “জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য যে দল গুলো আছে তারা জিরো পার্সেন্টিজ ভোট পাবে না, অথচ তারা পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তাদের একটাই করণ হলো ভালো প্রার্থী নেই। এমনও দল নিবন্ধন চেয়েছে যে, স্বামী সভাপতি ও স্ত্রী সাধারণ সম্পাদক। এক রুমে ভাড়া থাকে। এবং সেই রুমেই রাজনৈতিক দলের অফিস।”
তিনি আরও বলেন, “২০০৯ সালে আওয়ামী লীগে ভোট পেয়েছিল ৩৮ পারসেন্ট, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারত না। সামনে যদি বিএনপি ৩৬ পারসেন্ট ভোট পায়, তাহলে ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যাবে যারা ১০ টা ৫টা আসন নিয়ে আছে। এই ধরনের সরকারের সময় দেশের স্বাধীনতা নষ্ট হয়। এবং দেশের মানুষের অধিকার ক্ষুন্ন হয়। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তারা পিআর পদ্ধতি সঠিক ভাবে পর্যালোচনা করেনি।”
মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আনজুম আহমেদ রিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরা সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৬ ১০ বার পঠিত