রবিবার, ৬ জুলাই ২০২৫

‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা
রবিবার, ৬ জুলাই ২০২৫



‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা

পবিত্র আশুরা উদ্‌যাপনে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করছেন শিয়া মুসলিমরা। প্রতীকীভাবে তুলে ধরছেন কারবালার প্রান্তের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদের বর্বরতা, মুসলিমের ওপর জুলুমের চিত্র। শোকের মাতনের সঙ্গে ধ্বনিতে তুলে ধরছেন প্রতিবাদ।

কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, কোথাও ইয়াজিদের বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত। সবেই প্রতীকীভাবে, তবুও মুসলিমদের আজও শোকাহত করে।

রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে তাজিয়া মিছিল করেছেন শিয়া মুসলিমরা। সকাল ৯টায় মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে মিছিলটি বের হয়ে ফার্মগেটে শেষ হয়।

ইমাম হোসাইনের কারবালার প্রান্তরে শাহাদাতের স্মরণে আয়োজিত এই মিছিলে অংশ নেয় শিশু, কিশোর, নারী ও পুরুষ—সব বয়সি শিয়া সম্প্রদায়ের মানুষ। তুলে ধরেন এক আত্মত্যাগের দৃপ্ততাকে।

এছাড়া দুপুরেও রাজধানীর বিভিন্ন স্থনে তাজিয়া মিছিল করতে দেখা গেছে তাদের। মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরে শোক প্রকাশ করেন। ‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা। অনেকে ইমাম হোসাইনের স্মরণে বুক চাপড়ে শোক প্রকাশ করেন। জানান দেন এই একাত্মতা জালিমদের বিরুদ্ধে।

শিয়া সম্প্রদায়ের বিশ্বাস, ইমাম হোসাইন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে জীবন উৎসর্গ করে সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গেছেন। আশুরা সেই ত্যাগের প্রতীক। তাই সব মুসলিমদের ভেদাভেদ ভুলে ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হওয়ার প্রত্যাশা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:১৫:২৩   ১১ বার পঠিত