‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা
রবিবার, ৬ জুলাই ২০২৫



‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা

পবিত্র আশুরা উদ্‌যাপনে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করছেন শিয়া মুসলিমরা। প্রতীকীভাবে তুলে ধরছেন কারবালার প্রান্তের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদের বর্বরতা, মুসলিমের ওপর জুলুমের চিত্র। শোকের মাতনের সঙ্গে ধ্বনিতে তুলে ধরছেন প্রতিবাদ।

কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, কোথাও ইয়াজিদের বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত। সবেই প্রতীকীভাবে, তবুও মুসলিমদের আজও শোকাহত করে।

রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে তাজিয়া মিছিল করেছেন শিয়া মুসলিমরা। সকাল ৯টায় মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে মিছিলটি বের হয়ে ফার্মগেটে শেষ হয়।

ইমাম হোসাইনের কারবালার প্রান্তরে শাহাদাতের স্মরণে আয়োজিত এই মিছিলে অংশ নেয় শিশু, কিশোর, নারী ও পুরুষ—সব বয়সি শিয়া সম্প্রদায়ের মানুষ। তুলে ধরেন এক আত্মত্যাগের দৃপ্ততাকে।

এছাড়া দুপুরেও রাজধানীর বিভিন্ন স্থনে তাজিয়া মিছিল করতে দেখা গেছে তাদের। মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরে শোক প্রকাশ করেন। ‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা। অনেকে ইমাম হোসাইনের স্মরণে বুক চাপড়ে শোক প্রকাশ করেন। জানান দেন এই একাত্মতা জালিমদের বিরুদ্ধে।

শিয়া সম্প্রদায়ের বিশ্বাস, ইমাম হোসাইন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে জীবন উৎসর্গ করে সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গেছেন। আশুরা সেই ত্যাগের প্রতীক। তাই সব মুসলিমদের ভেদাভেদ ভুলে ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হওয়ার প্রত্যাশা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:১৫:২৩   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সারাদেশে পবিত্র আশুরা পালিত
সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
ফতুল্লায় স্টেডিয়ামের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
রিয়া গোপের বাড়িতে উপদেষ্টা ‘যুগের পর যুগ রিয়ার নাম থাকবে’
আলিম হয়ে জালেমদের উদাহরণ কিভাবে আনে: প্রশ্ন গিয়াসউদ্দিনের
পবিত্র আশুরায় ‘ইয়া হোসেন, হায় হোসেন’-এ মুখরিত নগরী
চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
মবের সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ