চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সরিষাবাড়ীতে চাঞ্চল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
রবিবার, ৬ জুলাই ২০২৫



চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সরিষাবাড়ীতে চাঞ্চল্য

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বীণা বেগম (৩৪) নামে এক প্রবাসীর স্ত্রী তার চাচাতো ভাই আঃ ছালাম (৪৫)-এর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছেন।

রোববার (৬ জুলাই) ভুক্তভোগী নারী ও তার পরিবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। তাদের অভিযোগ, আঃ ছালাম বীণা বেগমকে চুলকানির ওষুধের নাম করে এক ধরনের তরল, যৌন উত্তেজনা সৃষ্টিকারী পানীয় খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগী বীণা বেগম তার অভিযোগে জানান, তার স্বামী প্রায় তিন বছর ধরে বিদেশে আছেন এবং তিনি পিত্রালয়ে বসবাস করছেন। বিবাদী আঃ ছালাম তার চাচাতো ভাই এবং তাদের বাড়ি পাশাপাশি হওয়ায় বিয়ের আগে থেকেই বীণা বেগমের প্রতি তার কুনজর ছিল। তিনি বিভিন্ন সময় বীণা বেগমের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কুপ্রস্তাব দিতেন। বীণা বেগম তার প্রস্তাবে রাজি না হওয়ায় আঃ ছালাম তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন।

বীণা বেগম আরও জানান, তার স্বামী বিদেশ যাওয়ার পর আঃ ছালাম আবারও তাকে একা পেয়ে কুপ্রস্তাব দিতে শুরু করেন। চক্ষুলজ্জায় বীণা বেগম বিষয়টি কাউকে জানাতে পারেননি। সম্প্রতি তার হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দিলে আঃ ছালাম তা জানতে পারেন। গত ২১ জুন আঃ ছালাম বীণা বেগমকে জানান যে, তার কাছে চুলকানির ভালো ওষুধ আছে, যা একবার খেলেই রোগ ভালো হয়ে যাবে।

পরে গত (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বীণা বেগম ডিক্রীবন্দ মোড় থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিবাদীর বসতবাড়ীর সামনে আসলে আঃ ছালাম তাকে ডেকে ওষুধ দেওয়ার কথা বলেন। সরল বিশ্বাসে বীণা বেগম তার বাড়িতে গেলে আঃ ছালাম একটি স্বচ্ছ প্লাস্টিকের সাদা ছিপিযুক্ত বোতল থেকে অর্ধেক ওষুধ সেবন করতে দেন। বীণা বেগম বোতলে থাকা কমলা রঙের গাঢ় পানীয়টি পুরোটাই সেবন করেন।
ঔষধ সেবনের পরপরই আঃ ছালাম বীণা বেগমের হাত ধরে টেনে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন এবং বলেন যে, এই ঔষধে তার সেক্স বাড়বে এবং তাকে তার সাথে সেক্স করতে হবে। আঃ ছালামের এমন কথা শুনে বিস্মিত হন বীণা। পরে কোনোমতে নিজেকে লম্পটের কবল থেকে বাঁচিয়ে বীণা বেগম দৌড়ে বাড়ি যাওয়ার চেষ্টা করেন।

এসময় বীণা বেগম ভয় পেয়ে অন্যের বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং মাথায় পানি ঢেলে তাকে মোটামুটি সুস্থ করেন বাড়ীর লোকজন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। পরে চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

জানা গেছে, গত ১০ দিন যাবত তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নারী বীণা বেগম জানান, “আমার ধারণা আঃ ছালাম তার হীন উদ্দেশ্যে অজ্ঞাতসারে ওষুধ সেবন করিয়ে ধর্ষণের চেষ্টা করেছেন। পরবর্তীতে আব্দুস ছালাম তার এই অপকর্ম ঢাকতে বিনার চরিতার্থ নিয়ে নানান প্রোপাগান্ডা সমাজে ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন এবং প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে এর উপযুক্ত বিচার ও শাস্তির দাবি জানান।”

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল ছালাম ধর্ষণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ধরনের মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা, আমি এর বিচার চাই।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৮   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সারাদেশে পবিত্র আশুরা পালিত
সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
ফতুল্লায় স্টেডিয়ামের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
রিয়া গোপের বাড়িতে উপদেষ্টা ‘যুগের পর যুগ রিয়ার নাম থাকবে’
আলিম হয়ে জালেমদের উদাহরণ কিভাবে আনে: প্রশ্ন গিয়াসউদ্দিনের
পবিত্র আশুরায় ‘ইয়া হোসেন, হায় হোসেন’-এ মুখরিত নগরী
চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
মবের সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ