মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

বৃষ্টি উপেক্ষা করে ৩ দফা দাবিতে উত্তাল বুয়েট

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃষ্টি উপেক্ষা করে ৩ দফা দাবিতে উত্তাল বুয়েট
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



বৃষ্টি উপেক্ষা করে ৩ দফা দাবিতে উত্তাল বুয়েট

ইঞ্জিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিয়ারিং হওয়ার দাবিসহ তিন দাবিতে বৃষ্টি উপেক্ষা করেও বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ওই বিক্ষোভ সংবাদ সম্মেলন করে দাবিগুলো তুলে ধরেন তারা।

বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো-

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষাতে ডিপ্লোমা ও একই ডিসিপ্লিনে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে অন্যান্য দেশের মতো যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডিটেড বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিএফ এক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বুয়েট শিক্ষার্থীরা বলেন, যেখানে রুয়েট-কুয়েটে শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি-দাওয়ার পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন, আমাদের বুয়েট প্রশাসন সেখানে নিরব। আমাদের দাবি হচ্ছে বুয়েট প্রশাসন আমাদের তিন দফার পক্ষে স্টেটমেন্ট দেবে। আমাদের সঙ্গে বুয়েট প্রশাসনের একাত্মতা প্রকাশ করতে হবে এবং আমাদের সঙ্গে যে বৈষম্য হচ্ছে ২০১৩ সাল থেকে, সেই স্টেটমেন্টটা উঠিয়ে নিতে হবে। বুয়েট প্রশাসন মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠাবে, যেখানে আমাদের দাবিগুলো উল্লেখ থাকবে।

প্রকৌশল খাতে চলমান বৈষম্যের কারণে আজ আমাদের এ আন্দোলন। এ খাতে চলছে চরম বৈষম্য। যার মধ্যে রয়েছে নিয়মবহির্ভূত অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদসংখ্যা সংকুচিত করা, ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলী পদে বিএসসিদের প্রবেশ পথ সংকুচিত হচ্ছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরে সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লমাধারী উপ-সহকারী প্রকৌশলীদের পদোন্নতি দেয়া হচ্ছে। এতে করে ৯ম গ্রেডের এন্ট্রি লেভেলের পদপগুলো কমে যাচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সেখানে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারছে না। শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই প্রকৌশলী পদবী ব্যবহার করতে পারেন, সেখানে এ পদবীরও অপব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:১৪   ১৯ বার পঠিত