সরিষাবাড়ীতে চাঁদার দাবিতে মহাসড়ক নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারীর ওপর হামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চাঁদার দাবিতে মহাসড়ক নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারীর ওপর হামলা
বুধবার, ৯ জুলাই ২০২৫



সরিষাবাড়ীতে চাঁদার দাবিতে মহাসড়ক নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারীর ওপর হামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি বাইপাস মহাসড়কের নির্মাণকাজে বাঁধা ও চাঁদা দাবি করে তা না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার ও সাইট প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় পৌরসভার কোনাবাড়ী হাবুর মোড় এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

মহাসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭৮ কোটি টাকা ব্যয়ে ৬.৪০০ মিটার বাইপাস মহাসড়ক প্রশস্তকরণ কাজে কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড, আবেদ মনসুর কনস্ট্রাকশন, ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড (জেভি) যৌথভাবে কাজ করছে।

গত মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে মহাসড়কের হাবুর মোড় এলাকায় শ্রমিক সামিদুল ও জহুরুল ইসলাম দুটি ড্রাম ট্রাক ভর্তি বালি ফেলতে গেলে স্থানীয় কোনাবাড়ী গ্রামের নাঈম মিয়া, বাচ্চু মিয়া, এবং ফারুক-এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা না দেওয়ায় তারা কাজ বন্ধ করে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

পরদিন, বুধবার সকাল ১০টার দিকে একই স্থানে প্রকল্পের সুপারভাইজার সানি ও প্রকৌশলী মাজেদুর রহমান কাজ করতে গেলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আত্মরক্ষায় মোটরসাইকেলে উঠলে তারা পেছন থেকে ধাওয়া করে। এ সময় সুপারভাইজার সানির কাছে থাকা দামি মোবাইল ফোনটিও কেড়ে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় নির্মাণকাজে জড়িত শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আবেদ মনসুর কনস্ট্রাকশন ঠিকাদার ফার্মের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আনোয়ার হোসেন এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারাকান্দি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ও এলাকাবাসী জানান, তারা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকেও গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। সাধারণ মানুষ দুঃখ প্রকাশ করে বলেন, সরকার যেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে, সেখানে একটি চিহ্নিত গোষ্ঠী চাঁদাবাজি ও সন্ত্রাসী কায়দায় বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ) বলেন, “এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে জনসাধারণ ও স্থানীয় সচেতন মহল দ্রুত এ ঘটনার বিচার দাবি করেছেন এবং নির্মাণকাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২২:০৯:৩৫   ১৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
পিআর পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট: জামায়াত
সমাধানের জন্য সময় চাইলেন উপদেষ্টা ফাওজুল কবির
৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চিকিৎসার অভাবে প্রাণহানি চাই না: ডিসি
মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি
১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ