ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫



ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

সীমান্ত হত্যাকে হালকাভাবে না দেখে অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও সেই মানসিকতা দেশে বিরাজমান। তরুণ নেতৃত্বের কতিপয় নেতা বলছেন, অমুকটা না হলে ওইটাও হবে না। এই মানসিকতা ও স্বৈরাচারের মানসিকতা এক। ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিককে রক্তচক্ষু দেখাচ্ছেন। এই ভাষা তো স্বৈরাচারের কথা।’

জুলাই অভ্যুত্থানে সামগ্রিক বিজয়কে ধরে রাখতে আরও ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণ চুপচাপ বসে দেখছে কে কি করছে, তাদের বোকা বানানো যাবে না। অমুক না দিলে অমুক হবে না এ ধরনের বক্তব্য দেবেন না। এসব বক্তব্য যারা দিতেন তারা আজ নাই। জোয়ার-ভাটার দেশের মানুষ এসব কোনদিন মেনে নেয়নি, নিবেও না।’

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫২   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই ঘোষণাপত্র সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি
সবুজ নারায়ণগঞ্জ গড়তে এক লাখ গাছ লাগালেন ডিসি
প্রতিহিংসার রাজনীতি করি না: গিয়াসউদ্দিন
বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬.৫২ শতাংশ
বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু হতে চায় চীন
ডিএমপি’র সঙ্গে জামায়াতের মতবিনিময়
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেসামরিক প্রশাসনকে বিশ্বস্ততার সাথে সহায়তা করছে বিজিবি : মহাপরিচালক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ