রবিবার, ১৩ জুলাই ২০২৫

অনূর্ধ্ব-১৮ এশিয়ান হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

প্রথম পাতা » খেলাধুলা » অনূর্ধ্ব-১৮ এশিয়ান হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা
রবিবার, ১৩ জুলাই ২০২৫



অনূর্ধ্ব-১৮ এশিয়ান হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

কাজাখস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পুরুষ দল হেরেছে মালয়েশিয়ার কাছে।

রোববার (১৩ জুলাই) চীনে অনুষ্ঠিত নারীদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে বাংলাদেশ ৬-২ গোলে হারিয়েছে। বাংলাদেশের হয়ে গোল করেন আইরিন রিয়া, রিমন সারিকা, কনা ও নিনিসেন রাখাইন। হ্যাটট্রিক করে আইরিন হন ম্যাচসেরা খেলোয়াড়।

এটা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দলের প্রথম এশিয়ান কাপ হকি। প্রথম আসরে ব্রোঞ্জ পদক জিতে আনন্দ উল্লাস করেছে তারা।

নারীদের বিভাগে ফাইনালে উঠেছে জাপান ও চীনা। দুদলের মধ্যে আজই স্বর্ণপদক জেতার লড়াই।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ দল মালয়েশিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে। এই বিভাগেও জাপান ফাইনালে উঠেছে। ফাইনালে আজ তারা মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৮ দলের।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৯   ৮ বার পঠিত