নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু
সোমবার, ১৪ জুলাই ২০২৫



নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু

বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ বন্ধ ও নির্বাচন যেন না হয় তার জন্য মিটফোর্ডে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে। খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এসব নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য ঘটানো হচ্ছে।

দুদু বলেন, মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

তিনি আরও বলেন, যে ছেলেটি নিহত হয়েছে, সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। আমি বলব, যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে নয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশে স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রতিষ্ঠায় যারা বাধা দেবেন, ইতিহাসে তাদের নাম স্বৈরাচারের দোসর হিসেবে লেখা হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তাদের বলব বুঝেশুঝে কথা বলবেন। এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয়।

সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উন্মুক্ত গণতন্ত্র পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৪   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
রূপগঞ্জে উকিল বাড়ী খাল দখলমুক্তে পৌর প্রশাসনের অভিযান
সংগ্রামী শতবর্ষী ফজিলাতুন্নেছার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা দিলেন মাসুদুজ্জামান
ড. আসিফ নজরুলের সঙ্গে জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ
খালের কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়েছে: গয়েশ্বর
সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি
চব্বিশের জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ