তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, ‘গত কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আগামী ১৭ জুলাই প্রকল্পের পাঁচটি মূল বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর প্রস্তাবনাটি প্রথমে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং পরে ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ)-এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চূড়ান্ত প্রতিবেদন জমা পড়লে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে যেহেতু এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ, তাই প্রকল্প বাস্তবায়নে উভয় দেশের সম্মতি প্রয়োজন।’

পরবর্তীতে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়কপথে রওনা দেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষার প্রকল্প এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫৫   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় দুই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, মোবাইল কোর্টে জরিমানা
জলাবদ্ধতা-যানজট-মাদক নিয়ন্ত্রণে ডিসির আশ্বাস
তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
দুই বছর ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরজু হাসান, দিশেহারা পরিবার
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত
মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল : নাহিদ ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ