শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নান তালুকদার এর জানাজা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নান তালুকদার এর জানাজা অনুষ্ঠিত
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নান তালুকদার এর জানাজা অনুষ্ঠিত

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির পক্ষ থেকে এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসদ সচিবালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত সচিব জহির রায়হান।

জানাজার আগে আব্দুল মান্নান তালুকদারকে নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক সংসদ সদস‌্য জি এম সিরাজ, আব্দুল মান্নান তালুকদারের সন্তান রাহিদ মান্নান লেনিন। সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

আজ সকাল ১১টার দিকে ঢাকার ধানমন্ডি-২৭ নম্বরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:২৫   ৯ বার পঠিত