
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), একই এলাকার লালমোহন লালের ছেলে রিপন (৩০) এবং মো. শহীদের ছেলে জয় (২৬)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই।
বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৭ ১০ বার পঠিত