ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “যারা অহত হয়েছেন তাদের সকলের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যে ক্ষয়-ক্ষতির অভিযোগ রয়েছে সেই বিষয়েও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এবং সেই কমিটির তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণ ও ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থী ও ইজিবাইক চালকদের পাল্টাপাল্টি হামলার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয়পক্ষ ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “কোন তৃতীয়পক্ষের ইঙ্গিতে চাষাঢ়া মোড় থেকে এখানে (ডিসি অফিস) এসে রাস্তা বন্ধ করতে হলো, আমরা এটি খতিয়ে দেখবো। কেন এই ঘটনা ঘটানো হলো তাও বের করা হবে। এবং কেন ১১টার ঘটনা আমাদেরকে অবগত না করে রাস্তা বন্ধ করে দেওয়া হলো, এটি তদন্তের মাধ্যমে বের করবে আইন-শৃঙ্খলা বাহিনী।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের ছাত্র ভাইয়েরা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আজকে এ ধরনের হাতাহাতি হতে পারে আমাদের ধারণা ছিল না। ছাত্র ভাইদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমাদের যে, জনবল রয়েছে সেই জনবল দিয়ে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। সেজন্য আপনাদের সহযোগিতা নেওয়া হচ্ছে। আপনি দায়িত্বের জায়গা থেকে যতটুকু প্রয়োজন করবেন। কিন্তু গাড়ির গ্লাস ভাঙ্গা বা কারও গায়ে হাত দিবেন না। স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন এটা আপনাদের সঙ্গে যায় না।”

ডিসি আরও বলেন, “আমরা আপনাদের জন্য দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পরিচয়পত্র প্রদান করা হবে। তবে মনে রাখতে হবে যে রিকশা, সিএনজি ও অটো চালকেরাও মানুষ। তাদের সাথে কোন খারাপ আচরণ করা যাবে না। এবং আপনারা আইন হাতে তুলে নিবেন না।”

ইজিবাইক চালকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কখনও আপনাদের ওপর কঠোর হইনি, এবং হতেও চাই না। আপনারা দেশের নাগরিক, বৈধভাবে থাকবেন। কিন্তু আমাদের শহর ও সকল মানুষের স্বার্থে আমরা যে আইন করেছি সেটি আপনাদেরকে মানতে হবে। আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না। এবং আমরা আগে যেভাবে সিদ্ধান্ত দিয়েছিলাম, সেখানে সাইনবোর্ড দিয়ে দেওয়া হবে। এবং এর বাহিরে কেউ যেতে পারবেন না।”

জেলা প্রশাসক আরও বলেন, “কিছু হলে আপনারা ১০ থেকে ২০ জন জড়ো হয়ে একজনের ওপর আঘাত করবেন, এবং আর এক গ্রুপ আপনাদের ওপর আঘাত করবে। এসব বন্ধ করতে হবে। এবং অভিযোগ উঠেছে যে, অটোতে দেশীয় অস্ত্র থাকে, এটি আর শুনতে চাই না।”

গাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৬   ২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ