জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব মো. আখতার হোসেন বলেছেন, ‘এক বছর আগে জুলাইয়ে আমরা যখন হাসিনাকে উৎখাত করি তখন এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি।’
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি সড়কে নদী বাংলা সেন্টার সংলগ্ন এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘অতীতের সরকার লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টাকাপাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে ধ্বংস করে গেছে। হাসিনা তার পরিবারকে লুটপাটের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছে।
তিনি বলেন, ‘ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল, কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে। বাংলাদেশের সব প্রতিষ্ঠান জনগণের হবে। এ কারণে আমরা ২৪-এর অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম।
তিনি আরো বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা জীবন হারিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন তাদের প্রতিদান দেশবাসী কখনো ভুলবে না।’
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করেন তবে ভৈরববাসীকে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশকে যারা দীর্ঘ সময় শাষণের নামে শোষণ করেছেন; সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না।
বাংলাদেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’
পথসভায় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সংগঠক শরীফুল হক জয়, ভৈরব উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ কাইজার, ছাত্র নেতা রিসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:০২:২৯ ১৫ বার পঠিত