জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ১৯ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী ও সেবনকারী শিপন (৪৬) কে ১৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে সরিষাবাড়ী পৌরসভার অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম রাশেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শিপন মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২টি এবং সরিষাবাড়ী থানায় ১৭টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী।
ওসি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ জানান, শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী। তার বিরুদ্ধে পূর্বে ১৯টি মাদক মামলা চলমান রয়েছে এবং আজ তাকে ২০তম মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:২১:২১ ৬২ বার পঠিত