আপনাদের কোমর ভেঙে গেছে, দাঁড়ানোর চেষ্টা করবেন না: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আপনাদের কোমর ভেঙে গেছে, দাঁড়ানোর চেষ্টা করবেন না: সাখাওয়াত
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



আপনাদের কোমর ভেঙে গেছে, দাঁড়ানোর চেষ্টা করবেন না: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, সমাজের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস দূর করার জন্য। যারা অপকর্ম করে, তাদের সরিয়ে দিতেই আমাদের রাজনীতি।”

তিনি বলেন, “বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন অনুযায়ী আমরা বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র বা দেশের উন্নয়ন কল্পনা করা যায় না।”

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকায় আয়োজিত সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, “বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন, তাদের কাজ হচ্ছে জনগণকে শান্তিতে রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সরকারের একটি অংশ নির্বাচন নিয়ে হেরফের করতে চায়। আমরা বলেছি, তারেক রহমানসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে রোজার আগেই (আগামী ফেব্রুয়ারির মধ্যে) নির্বাচন দিতে হবে। অন্যথায় আবারও আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।”

তিনি বলেন, “গত ১৫ বছর বন্দরে সেলিম ওসমানের অপশাসন চলেছে। তিনি এই এলাকা নিজের পৈত্রিক সম্পত্তি মনে করতেন। চেয়ারম্যানদের লাঠিয়াল বানিয়ে জনগণের সম্পদ লুটপাট করেছেন।”

তিনি অভিযোগ করেন, “৫ আগস্টের পর মুছাপুরে ২৫-৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। যারা এসব অপকর্মে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। মাকসুদ নামে একজন গ্যাস সংযোগ দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করেছে—এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ আর টাকার রাজনীতি করে। শামীম ওসমান ও নাসিম ওসমান বন্দরের মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের সেই টাকা ফেরত আনা হবে।”

বক্তব্যে নিষিদ্ধ সংগঠন ও সন্ত্রাসীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনাদের কোমর ভেঙে গেছে, দাঁড়ানোর চেষ্টা করবেন না। যদি কেউ ভুল করে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল-মিটিংয়ে যায়, নাশকতার মামলায় জেলে বসে মরতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির সদস্য হতে পারবেন তারা, যারা আদর্শবান—ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক। কিন্তু যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করে, তাদের সদস্য নবায়ন হবে না।”

সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, এডভোকেট সরকার হুমায়ুন কবির, ফতেহ্ মো. রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাদলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৯   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে কে আমি: আরুনী
নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ