শুধু পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুধু পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না: ডিসি
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



শুধু পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না: ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘পাশ করলেই সু-শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হলে একজন শিক্ষার্থীকে সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ‘গ্রীন অ্যান্ড ক্লীন’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং অসহায় ও দুঃস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে করে বলেন, ‘আপনারা এক একজন জ্ঞানের ভান্ডার। আপনারা যদি প্রতিটি শিক্ষার্থীকে আলোকিত করতে পারে তাহলেই আপনাদের সার্থকতা। ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার তাগিদ দিতে হবে। মাদকের কুফল সম্পর্কে আলোচনা করতে হবে। সন্ত্রাসী কর্মকা-ে না যাওয়ার পরামর্শ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা যেই চেয়ারটিতে আজ বসতে পেরেছেন হয়তো সেই চেয়ারটি আগামীকাল থাকবে না। তাই সময় থাকতে আপনার মাধ্যমে কারো কিছু করে দেওয়ার সুযোগ থাকলে তা করে দিবেন। জনগণের কল্যাণে কাজ করবেন। একদিন দেখবেন ওই উপকার পাওয়া মানুষগুলো আপনার অজান্তেই আপনার প্রসংসা করছে।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরী জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় গ্রীন অ্যান্ড ক্লীন কর্মসূচির আওতায় এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এছাড়া, খালের পানি নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কারের কাজ চলমান রয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা কমর আলী হাই-স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, টেনিস বল বিতরণ ও একটি গাছের চারা রোপণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসফাকুর রহমান, জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, ফতুল্লা সার্কেল সহকারী কমিশনার, এসিল্যান্ড, উপজেলা ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৮   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘে যৌথ ঘোষণাপত্র জারি সৌদি আরব-ফ্রান্সের
উরুগুয়েকে উড়িয়ে কোপার ফাইনালে ব্রাজিল
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
শুধু পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না: ডিসি
আপনাদের কোমর ভেঙে গেছে, দাঁড়ানোর চেষ্টা করবেন না: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ