অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকান্ডের বিচারে কোন দুর্বলতা দেখাবে না : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকান্ডের বিচারে কোন দুর্বলতা দেখাবে না : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকান্ডের বিচারে কোন দুর্বলতা দেখাবে না : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে দুর্বলতা দেখাবে না। খুবই দ্রুত বিচার দৃশ্যমান হবে, সংস্কার এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তা সামনে রেখে বিচার, সংস্কার ও নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তা প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আব্দুর রব ও অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের নকশাকার মো: রাঈদ হোসেন।

অনুষ্ঠানে শহিদ আলিফের বাবা মো: বুলবুল কবীর এবং আশুলিয়ায় শহিদ আবুল হোসেনের মা সালমা বেগম তাদের বক্তব্যে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচারের দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলা, ফাহমিদা ফাইজা, আব্দুলাহ আল মামুন ও ওয়াজিদুল ইসলাম ৩৬ জুলাই আন্দোলনের কার্যক্রম ও স্মৃতি তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ইতিহাসে ছাত্র-জনতার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী নিদর্শন।

বাংলাদেশ সময়: ২১:১৮:৪৯   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ
জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ