নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন : মির্জা ফখরুল
রবিবার, ৩ আগস্ট ২০২৫



নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন : মির্জা ফখরুল

বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তার আগে দেশের সবাই অপেক্ষা করে আছেন তারেক রহমানের ফেরার জন্য। তাই নয় কি, আমরা সবাই এটাই চাই। তারেক রহমান দেশে আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সবাইকে আরো বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে বিভেদ সৃষ্টির নানা অপচেষ্টা চলছে। হাসিনা তার লোকজনসহ আমাদের প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তিনি সময়ে সময়ে বাংলাদেশে হামলার হুমকি দিচ্ছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারা শুধু সেখানেই থেমে নেই, নানাভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টাও করছে।
আজকের সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে, আমরা আর কখনো এই ফ্যাসিবাদী হাসিনাকে এ দেশে রাজনীতি করতে দেব না। আমাদের শপথ নিতে হবে যে, আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে আমাদের বাংলাদেশকে গড়ে তুলব।’

তিনি বলেন, ‘আমাদের লড়াই এখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা।
এই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। সারা দেশ অপেক্ষা করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে দেশের সবাই অপেক্ষা করছে তারেক রহমানের ফেরার জন্য। তাই নয় কি, আমরা সবাই এটাই চাই।
তারেক রহমান দেশে আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।’

বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৩   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
সদর ইউএনও জাফর সাদিক বদলী, নতুন ইউএনও’র যোগদান
ডিএনডি জলাবদ্ধতা নিরসনে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান
বাহাত্তরের সংবিধান আরেক দেশ থেকে পাস হয়ে এসেছে : সারজিস আলম
আগে দেশে বসে ষড়যন্ত্র হতো, এখন হয় দিল্লিতে : তারিকুল ইসলাম
ছাত্রদলের সমাবেশ শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান
এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা
প্রস্তাব-সুপারিশ বিষয়ে পর্যায়ক্রমে সবার সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন
নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন : মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ