জামালপুরে শিক্ষক হেনস্তা, শিক্ষার্থীর বহিষ্কার ও বিচার দাবিতে বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিক্ষক হেনস্তা, শিক্ষার্থীর বহিষ্কার ও বিচার দাবিতে বিক্ষোভ
সোমবার, ৪ আগস্ট ২০২৫



জামালপুরে শিক্ষক হেনস্তা, শিক্ষার্থীর বহিষ্কার ও বিচার দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আর.এন.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে হেনস্তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিদ্যালয়টি। দশম শ্রেণির এক শিক্ষার্থী দ্বারা শ্রেণিকক্ষে প্রধান শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার(৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। এছাড়াও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা, আর এন সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী, শিক্ষক ইসমাইল হোসেন এবং মানিক মিয়া প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, অভিযুক্ত শিক্ষার্থী ইউসুফ আলীকে অবিলম্বে বহিষ্কার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী এমন কাজ করার সাহস না পায়, তার জন্য কঠোর শাস্তির বিধান থাকা জরুরি।

এই ঘটনার পর থেকে বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, তদন্তের পর দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৯   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন : আলী রীয়াজ
মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে ইসি : মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করে: জাতিসংঘ
ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!
পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই
গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ