জামালপুরে শিক্ষক হেনস্তা, শিক্ষার্থীর বহিষ্কার ও বিচার দাবিতে বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিক্ষক হেনস্তা, শিক্ষার্থীর বহিষ্কার ও বিচার দাবিতে বিক্ষোভ
সোমবার, ৪ আগস্ট ২০২৫



জামালপুরে শিক্ষক হেনস্তা, শিক্ষার্থীর বহিষ্কার ও বিচার দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আর.এন.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে হেনস্তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিদ্যালয়টি। দশম শ্রেণির এক শিক্ষার্থী দ্বারা শ্রেণিকক্ষে প্রধান শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার(৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। এছাড়াও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা, আর এন সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী, শিক্ষক ইসমাইল হোসেন এবং মানিক মিয়া প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, অভিযুক্ত শিক্ষার্থী ইউসুফ আলীকে অবিলম্বে বহিষ্কার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী এমন কাজ করার সাহস না পায়, তার জন্য কঠোর শাস্তির বিধান থাকা জরুরি।

এই ঘটনার পর থেকে বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, তদন্তের পর দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৯   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ
জামালপুরে ৫ টাকার কয়েন শিশুর গলায় আটকে মর্মান্তিক দুর্ঘটনা, হাসপাতালে শিশু
ইসলামপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসল, কৃষকের চোখে অশ্রু
উত্তর কোরিয়ার ড্রোন পরীক্ষা তদারকি কিমের, এআই উন্নয়নের নির্দেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য’ বাণিজ্য চুক্তিতে সম্মত কানাডা ও মেক্সিকো
বাড্ডায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুরু
অনলাইন জুয়ার শাস্তি কী, জানালো তথ্য মন্ত্রণালয়
প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত
ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে: বদিউল আলম মজুমদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ