জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা
সোমবার, ৪ আগস্ট ২০২৫



জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা তাদের শরীরে ও মননে অভ্যুত্থানকে বয়ে বেড়াচ্ছেন। এজন্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত।

আজ সোমবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণ-অভ্যুত্থানে আহতদের প্রথাগত পুনর্বাসন ব্যবস্থা থেকে বের হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যদি আহতদের যেকোনো বিষয়ে প্রশিক্ষিত করা যায়, তাহলে তারা জাতি গঠনে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখতে পারবেন। এর মাধ্যমে তারা সমাজেও সম্মানিত হবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন। উপদেষ্টা জানান, সরকারের উদ্যোগে এক হাজারের অধিক আহতকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেশের জন্য রিজার্ভ ফোর্স। তিনি গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

বেসিক জার্নালিজম ট্রেনিংয়ে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীরা বলেন, তারা দেশের জন্য কাজ করতে আগ্রহী। এজন্য তাদের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২০:৪৯   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল : গয়েশ্বর চন্দ্র রায়
বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ
৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য
কোনো দেশে জনগণ যদি শঙ্কায় বাস করে, সেটা চরম মানবধিকার লঙ্ঘন: সুলতানা কামাল
ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ডিসি-ইউএনও পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ