ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা

প্রথম পাতা » অর্থনীতি » ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় সহযোগিতা ও অংশীদারিত্ব প্রদানের লক্ষে বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান “ভিসা” আয়োজিত অনুষ্ঠানে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর শেরাটন হোটেলে “ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ফিনটেক, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন ই-কমার্স, রিটেইলসহ ৬০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এবং ভিসার নতুন সেবা প্রদর্শন করেন ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ভিসা ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে। দেশের ডিজিটাল অর্থনীতিতে ভালো পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিনটেক, মার্চেন্ট এক্সেপ্টেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ বলেন, “বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে এক বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকতে পেরে ভিসা গর্বিত। কৌশলগত অংশীদারিত্ব ও অত্যাধুনিক পেমেন্ট সল্যুশন প্রদানের মাধ্যমে আমরা দেশের সাধারণ ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান তথা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই। ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫ উদযাপনের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে, একত্রে কাজ অব্যাহত রাখার মাধ্যমে আমরা বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও ডিজিটাল অর্থনীতির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে পারবো।”

অনুষ্ঠানে ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে বাণিজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে ডিজিটাল প্রযুক্তির ওপর। তাই আমাদের পার্টনারদের অংশগ্রহণে একটি সহজ ও নিরাপদ ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের এই ডিজিটাল রূপান্তরের যাত্রায় আমরা সব পার্টনারদের সাথে মিলে আরও স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ভিসা’র বিভিন্ন পার্টনাররা অংশ নেন, যার মধ্যে ছিল; ব্যাংক, নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই), ফিনটেক, মার্চেন্ট ও প্রসেসিং প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বার্ষিক আয়োজন শুধু পুরস্কার বিতরণ বা প্রযুক্তি প্রদর্শনের লক্ষে নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে দেশের ডিজিটাল সেক্টরে কীভাবে আরও অগ্রগতি আনা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। ভিসা ভবিষ্যতেও বাংলাদেশে নিরাপদ, সহজ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়তে সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবে বলে ইভেন্টে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার
অর্থনীতিতে কাঙ্ক্ষিত স্বস্তি ফেরেনি: টিআইবি
সিআইডিতে মিনেসোটা প্রটোকলবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
ঋণ প্রবৃ‌দ্ধির লক্ষ্য ক‌মিয়ে অপরিবর্তিত নীতি সুদহার
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত
রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
৫ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ