কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি
বুধবার, ৬ আগস্ট ২০২৫



কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের কালীর বাজার ও দিগুবাবুর বাজার এলাকার ১৩টি ব্যবসায়ী, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম ফলপট্টি এলাকায় নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নামার কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে শহরের এক নম্বর রেলগেট থেকে পুরো সিরাজ উদদ্দৌলা সড়কটিতে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হবে এবং তা জনগণের জন্য ভয়াবহ দুর্ভোগের কারণ হবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সড়কটিতে একটি বড় স্কুল (নারায়ণগঞ্জ হাই স্কুল) ও নারায়ণগঞ্জ কলেজ ছাড়াও শহরের দুটি বড় বাজার (দিগুবাবু ও কালীর বাজার), রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ রয়েছে। এটি দেশের বৃহত্তম রঙ ও সুতার বাজার টানবাজারে প্রবেশেরও প্রধান সড়ক। ফলে এখানে এমনিতেই ভয়াবহ যানজট লেগে থাকে। এছাড়া, রেলক্রসিং থাকায় প্রায়ই দুর্ঘটনার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সেতুর মুখ এখানে যুক্ত হলে পুরো এলাকাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।

স্মারকলিপি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত সেতুর পশ্চিমাংশের মুখটি পরিবর্তনের দাবি জানিয়েছে। তারা বলেছে, অপরিকল্পিত উন্নয়ন জনগণের দুর্ভোগ ছাড়া কোনো সুফল বয়ে আনে না।

স্মারকলিপি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো: কালীর বাজার কমিটি, নারায়ণগঞ্জ কলেজ, আব্দুল্লাহ (র.) মাজার ও মসজিদ, বায়তুস সালাত জামে মসজিদ, শ্রী শ্রী জয় কালী মন্দির, কালীর বাজার বৃহত্তর ঔষধ মার্কেট, শ্রী শ্রী শিব শীতলা তারা মায়ের মন্দির, এন ইসলাম রেলওয়ে মার্কেট, নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স, কদম আলী মস্তান খানকা শরীফ, কালীর বাজার ফ্রেন্ডস মার্কেট, হাজী তারা মিয়া মার্কেট ও কালীর বাজার ইলেক্ট্রিক কল্যাণ সমিতি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. আকবর হোসেন, ডা. সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম, তানভীর হোসেন, মো. শফিউদ্দিন আহমেদ, হাজী মো. নাজির খান, মো. সুমন চৌধুরী ও জুয়েল হোসেনসহ অন্যান্য ব্যক্তি।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩০   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা
শিরোপা উৎসবে শেষ কিংস একাডেমি টুর্নামেন্ট
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী
ঐকমত্যের বাইরে কথা বললে বিভেদ বাড়বে, যা গণতন্ত্রের জন্য ভালো নয় : আমীর খসরু
সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
শোডাউনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের চমক
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ