
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বন্দর থানার মামলা নং ৩, তারিখ ০১/০৯/২০২৫, এর ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার ধারায় পেনাল কোডের ১৪৩, ৩০৭, ৩২৩, ৩২৫, ৩২৬ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারা উল্লেখ করা হয়েছে।
বুধবার চেয়ারম্যান কামাল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:০২ ১৭৬ বার পঠিত