জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ আগস্ট) লন্ডনে ডা. জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মাহবুব আলী খানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

লন্ডনের রয়েল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নিয়ে স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলন সবার। এই আন্দোলনে কেউই একক কৃতিত্বের দাবিদার নন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের জন্য।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করি।

বিএনপিরর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বাংলাদেশি প্রবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকেও সহযোগিতা করবেন।

মিলাদ ও দোয়া মাহফিলে লন্ডন বিএনপির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমানও।

মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৯   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই আন্দোলনকে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মঈন খান
পাহাড়ে নানা আয়োজনে স্মরণ করা হলো মানবেন্দ্র লারমাকে
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: নির্বাচন কমিশনার আনোয়ারুল
দ্রুত সেবার ক্ষেত্রে সবার আগে জনগণ:ভূমি উপদেষ্টা
শীত নিয়ে সুসংবাদ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ