বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই এই সিদ্ধান্ত বলে দাবি দেশটির গণমাধ্যমের।
এদিকে, এশিয়া কাপের স্কোয়াড নির্বাচন নিয়ে মধুর সমস্যায় বিসিসিআই। ওপেনিং স্লটে শুভমান গিল বিবেচনায় আসায় স্কোয়াড নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধায় ভারতীয় বোর্ড।
অযৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করেছে ভারত। টাইগারদের পরিবর্তে শ্রীলঙ্কায় এই মাসের শেষদিকে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। যেখানে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ছিল। তবে সেই সিরিজও বাতিল করতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের দাবি মূলত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর দলকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা বোর্ডের।
এই সিরিজ দিয়ে আবারো মাঠে ফেরার কথা ছিল ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। তবে ভক্তদের অপেক্ষা বাড়ছে। অস্ট্রেলিয়া সফরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না এই দুই ক্রিকেটারকে। কারণ টি-টোয়েন্টি সংস্করণ থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন তারা। এশিয়া কাপ হবে সংক্ষিপ্ত সংস্করণে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেললে, এশিয়া কাপে মাঠে নামার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না ভারতের। তবে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক সূর্যকুমার জাদব ব্যক্তিগতভাবে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজ করেছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, মেগা আসরের আগে দলকে টানা বিশ্রামে রাখতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। যেন কোনো ধরনের ইনজুরি সমস্যার মধ্যে না পড়তে হয়।
তবে স্কোয়াড গঠন নিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে বিসিসিআইকে। কারণ সাদা বলে তিনটি জাতীয় দল গঠনের মতো ক্রিকেটার রয়েছে ভারতের বর্তমান স্কোয়াডে। আসন্ন এশিয়া কাপের স্কোয়াড গঠন নিয়ে পরিকল্পনা করছে ভারত। যেখানে ওপেনিং স্লটের আলোচনায় এসেছেন টেস্ট অধিনায়ক শুভমান গিলও। যে কারণে কিছুটা দ্বিধায় টিম ইন্ডিয়ার নির্বাচক প্যানেল। নিয়মিত এই সংস্করণে খেলছেন সানজু স্যামসন ও অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৫৪ রান করেছেন শুভমান গিল। তাছাড়া যশস্বী জয়সওয়াল ও দুর্দান্ত আইপিএল কাটানো সাই সুদর্শন আছেন এই তালিকায়।
চূড়ান্ত দল নিশ্চয়ই নির্বাচন করবেন গৌতম গম্ভীর আর অধিনায়ক সূর্যকুমার জাদব মিলে। ভারতের স্কোয়াডটা হতে পারে এমন যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার জাদব, সানজু স্যামসন, শ্রেয়াস আইয়ার, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, রিয়ান পরাগ অথবা ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ জাদব এবং আর্শদীপ সিং।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:০৫ ৭৯ বার পঠিত