ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার
শনিবার, ৯ আগস্ট ২০২৫



ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার

জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, “আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে চিঠি দিয়েছে। তবে মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে—আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? সবকিছু নির্ভর করছে আমেরিকা কি চায় তার উপর।”

শনিবার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমেরিকা, রাশিয়া, চীন ও ভারত বর্তমানে বিশ্বের পরাশক্তি। তাদের দৃষ্টি এখন বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের বঙ্গোপসাগর ও মিয়ানমারের দিকে নজর রয়েছে। ফলে আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।”

ঊষাতন তালুকদার অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ ২৭ বছরেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি। প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য ইউপিডিএফ সম্পূর্ণ দায়ী। তারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, আর শাসকগোষ্ঠী সেই সুযোগ নিয়েছে। বাইরে থেকে কেউ অধিকার এনে দেবে না অধিকার আদায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। বক্তব্য রাখেন নারী সংস্কার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ শিশির চাকমা, এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সদস্য সচিব ইন্টু মনি তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের আগে বেণুল ও সমবেত নৃত্য পরিবেশিত হয়। পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩২   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা
সেফ এক্সিট নয়, নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছি: ধর্ম উপদেষ্টা
আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি
ফুটবল খেলা নিয়ে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩০
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে : ধর্ম উপদেষ্টা
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন
রাঙ্গামাটিতে সংবাদকর্মীদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা
চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ