ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার
শনিবার, ৯ আগস্ট ২০২৫



ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার

জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, “আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে চিঠি দিয়েছে। তবে মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে—আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? সবকিছু নির্ভর করছে আমেরিকা কি চায় তার উপর।”

শনিবার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমেরিকা, রাশিয়া, চীন ও ভারত বর্তমানে বিশ্বের পরাশক্তি। তাদের দৃষ্টি এখন বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের বঙ্গোপসাগর ও মিয়ানমারের দিকে নজর রয়েছে। ফলে আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।”

ঊষাতন তালুকদার অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ ২৭ বছরেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি। প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য ইউপিডিএফ সম্পূর্ণ দায়ী। তারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, আর শাসকগোষ্ঠী সেই সুযোগ নিয়েছে। বাইরে থেকে কেউ অধিকার এনে দেবে না অধিকার আদায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। বক্তব্য রাখেন নারী সংস্কার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ শিশির চাকমা, এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সদস্য সচিব ইন্টু মনি তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের আগে বেণুল ও সমবেত নৃত্য পরিবেশিত হয়। পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩২   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা
প্রয়োজনে ৩০০ ভোট পাব তবু চাঁদাবাজদের কাছে মাথানত করব না : হাসনাত আব্দুল্লাহ
পদোন্নতি জটিলতায় ৩২ হাজার শিক্ষক: গণশিক্ষা উপদেষ্টা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা
শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট
শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন
দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন এ্যানি
ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ