বাংলাদেশি বিয়ে করতে চান রুশ মডেল, কেমন ছেলে পছন্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি বিয়ে করতে চান রুশ মডেল, কেমন ছেলে পছন্দ
সোমবার, ১১ আগস্ট ২০২৫



বাংলাদেশি বিয়ে করতে চান রুশ মডেল, কেমন ছেলে পছন্দ

সামাজিকমাধ্যমে ঝড় তোলা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রুশ মডেল মনিকা কবির বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী বাংলাদেশের ছেলে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। কিছুদিন আগে তুরস্কের এক ব্যস্ত রাস্তার মধ্যে দাঁড়িয়েই শাড়ি পরেছিলেন মনিকা কবির। প্রথমে তিনি একটি ভিডিওতে লাল ব্লাউজ ও লেগিংসে দেখা দেন, পরে জনসমক্ষে পেটিকোট পরে গায়ে শাড়ি জড়িয়ে নেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় ইনস্টাগ্রামে।

মনিকার জন্ম রাশিয়াতে হলেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন। সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার মস্কোতে আমার জন্ম। আমার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। আমি বাংলা ভাষায় কথা বলতে পারি বলে, শাড়ি পরি বলে অনেকে মনে করেন আমি বাংলাদেশি। আসলে তা নয়। আমার বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, যখন আমার ৫ বছর বয়স তখন আমি বাংলাদেশে এসেছিলাম। আমার বাবার ব্যবসা ছিল এখানে। এরপর আমি মার কাছে চলে যাই। রাশিয়ায় আমার মার কাছে গেলেও আমি বাংলা ভাষা ভুলিনি। বাবার কারণে ইন্ডিয়ার ভাষাও আমি জানি।

এ দেশের ভাষা, সংস্কৃতি ও মানুষকে ভালোবাসায় এ মডেলের কাছে জানতে চাওয়া হয়, বিয়ের জন্য রাশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দেশের ছেলেকে বেছে নেবেন তিনি।

এর উত্তরে মনিকা বলেন, আমার মা রাশিয়ান, আমার বাবা ভারতীয় হলেও আমার বাংলাদেশ ভালো লাগে। বিয়েটা আসলে মনের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয়র মন ভালো নয় আবার সব রাশিয়ানের মন ভালো নয়। তাই বলব, যার মন বেশি ভালো হবে তাকে বিয়ে করব।

বিয়ে প্রসঙ্গে এ মডেল আরও বলেন, তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে। কারণ এ দেশের পাঞ্জাবি পরা ছেলেদের আমার অনেক ভালো লাগে।

রাশিয়ান মডেল মনিকা কবিরের রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। ডাকনাম মনিশকা। লাতিন নাচে তিনি বেশ পারদর্শী। বাবার বিভিন্ন দেশে ব্যবসা থাকার কারণে ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে ঘুরেছেন। তাই রাশিয়ার ভাষা ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি এবং আজারবাইজানের ভাষা জানেন এ লাস্যময়ী সুন্দরী।

বলে রাখা ভালো, চলতি বছরে মার্চ মাসে একবার বাংলাদেশে এসেছিলেন মনিকা কবির। সেই সময়ের একগুচ্ছ ছবি ও ভিডিও গেটে দেখা গেল ঢাকার পথঘাটে অদ্ভুত সব কাজকর্ম করছেন মনিকা কবির। পুলিশের সঙ্গে ছবি তুলছেন। আবার অচেনা পথচারীর হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার পতাকা। কখনও ঘুরছেন রিকশা-ভ্যানে চেপে।

মনিকা কবির এখন ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারার’ সঙ্গে কাজ করছেন। ‘আনজারা গার্ল’ পরিচয়ে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ জনপ্রিয় করে তুলতে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৩   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহীতে পরিসংখ্যান দিবসে র‌্যালি ও সভা
খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিতকরণ সরকারের অগ্রাধিকার : ভূমি সচিব
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিমিত্ত ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ সম্পর্কিত দ্বিতীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে দোষারোপের রাজনীতি
হামাস ইসরাইলি ১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে
বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
রাজনৈতিক অনৈক্যে দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে : মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি
খুলনায় সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ