সোমবার, ১১ আগস্ট ২০২৫

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩ জন আটক
সোমবার, ১১ আগস্ট ২০২৫



জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩ জন আটক

জামালপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

সোমবার(১১ আগষ্ট) ভোর রাতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার কাবারিয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। ভোর ৩টায় এই অভিযান চালানো হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ নাসির, মোঃ রুবেল, এবং মোঃ ছাদ্দামকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।আটককৃতদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ১.৫ কেজি গাঁজা, ৫টি বাটন মোবাইল ফোন, নগদ ৭,৮৯০ টাকা এবং একটি কুড়াল জব্দ করা হয়েছে।

আটককৃত মোঃ নাসির (২৪) ও মোঃ রুবেল (৩৪) টাঙ্গাইলের গোপালপুর থানার বেরিপটল গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। অপর আটককৃত মোঃ ছাদ্দাম (৩৬) সরিষাবাড়ীর কাবারিয়াবাড়ি গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সকাল সাড়ে ৫টায় ইন্সপেক্টর মোঃ জসিমের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৩   ৬০ বার পঠিত