
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সন্ত্রাসী ও নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগষ্ট) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া গ্রামের মৃত মতিউর রহমান ডিলারের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ তথ্যটি নিশ্চিত করে বলেন,
তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন তাকে গ্রেফতার করেন। নুরুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতার অভিযোগে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩২:৫৫ ৭ বার পঠিত