বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির রাজনীতি নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘একটা কথা সব সময় বলা হয়-যত দোষ নন্দ ঘোষ। দেশে যতকিছু খারাপ তার সবই বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়। এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়। কারণ, বিএনপি সামনের দিনের সম্ভাব্য সারথি এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্য দল। তাই তাকে খাটো করার জন্যই এসব অপপ্রচার।’

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব সংগ্রামের ফলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন আয়োজন করা। এ বিষয়ে দলের সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দেশবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলো কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার ছোট ভাই-বোনের মুখে হাসি ফোটাই, একটি সুন্দর সমাজ গড়ে তুলি। অন্যথায় আমাদের এত চেষ্টা, সংগ্রাম ও রক্তপাত সব বৃথা হয়ে যাবে।’

যুবসমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘একটি সচেতন যুবসমাজ সবকিছু বদলে দিতে পারে এবং অতীতেও দিয়েছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসককে তারা বিদায় করেছে। আমাদের হাতে এখন একটি চমৎকার ভিত্তি রয়েছে, যা কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে- যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র তিন বছরের মধ্যেই করে দেখিয়েছিলেন।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫২   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষক লাঞ্ছনার অভিযোগে সরিষাবাড়ী সমন্বয় সভায় ক্ষুব্ধ শিক্ষকরা
নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. রায়হান কবির
সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে যৌথ বাহিনীর টহল
আগুন-সন্ত্রাস মেনে নেওয়া হবে না: আওয়ামী লীগকে হুঁশিয়ারি বাবুলের
ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি: মান্নান
সরিষাবাড়ীতে আ.লীগকে পূর্ণবাসন নিয়ে যুবদল-বিএনপি দ্বন্দ্ব
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ