মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

বন্দর ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দর ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



বন্দর ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানার উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় সভায় বন্দরের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাসঙ্গিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, বন্দর থানার উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ শাখার সভাপতি আবুল হাসেম, উত্তরের সেক্রেটারি আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৬   ২১ বার পঠিত