জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম রাশেদ এবং কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।
বক্তারা বলেন, “মাদক ও তামাকের ব্যবহার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। সমাজ থেকে এই অভিশাপ দূর করতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাদকের ভয়াবহতা এবং তামাক ব্যবহারের কুফল সম্পর্কে সঠিক তথ্য প্রচার করা গেলে নতুন প্রজন্মকে এ থেকে দূরে রাখা সম্ভব হবে।”
অনুষ্ঠানে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা মাদক ও তামাকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬:২১:১৫ ৩৩ বার পঠিত