শনিবার, ১৬ আগস্ট ২০২৫

রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরকসহ সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরকসহ সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই আটক
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরকসহ সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই আটক

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামে কোচিং সেন্টারটি ঘিরে রাখে সেনাবাহিনী। এরপর চালানো হয় অভিযান।

কোচিং সেন্টারটির পরিচালক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মোন্তাসেরুল আলম অনিন্দ্য। তার কোচিংয়ে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, বিদেশি এয়ার গান, বিদেশি কার্টিজ, ম্যাগনেটসহ দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ১০টি সিমকার্ড, পাসপোর্ট, এনআইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ফয়সাল ও রবিনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আগে কয়েকবার গ্রেফতার হলেও অনিন্দ্যের পক্ষে সাফাই দেন স্বজনরা। অন্যদিকে রবিনের মা ছেলেকে নির্দোষ দাবি করেন।

কোচিং সেন্টারের নামে এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী। ভেতরে বিস্ফোরক দ্রব্য থাকায় শনিবার দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয় করেছে। এদিকে কোচিংয়ের সামনের পুকুরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এমন সন্দেহে অভিযান চালায় ডুবুরি দল।

এর আগে হলি অর্টিজানে জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার অভিযোগে মুনতাসিরুল অনিন্দ্য একাধিকবার গ্রেফতার হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৬   ১৫৪ বার পঠিত