জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা ও নির্মাণসামগ্রীর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোতে যানজটের পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আরামনগর বাজার আহলে হাদীস জামে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের তীব্র দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে। একই ভোগান্তিতে পড়ছেন বাজারের ক্রেতা-বিক্রেতারাও। অন্যদিকে, সিমলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকার সড়কগুলোতে ইট, বালি ও মাটি ফেলে রাখায় রাস্তাগুলো সংকীর্ণ হয়ে গেছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলকে আরও কঠিন করে তুলেছে।
স্থানীয়রা বলছেন, পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে অসচেতন মানুষ ও ব্যবসায়ীরা যেখানে-সেখানে আবর্জনা ও নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ নষ্ট করছেন। এর ফলে যানজট এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পৌরবাসী ও সচেতন মহল জরুরি ভিত্তিতে এই সমস্যা সমাধানে পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ২০:৪৯:১৭ ৫২ বার পঠিত