বুধবার, ২০ আগস্ট ২০২৫

মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর
বুধবার, ২০ আগস্ট ২০২৫



মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর

সারা কেরানীগঞ্জ মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর বেড়িবাঁধ এলাকায় কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মাদকের এই পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে। পুলিশ ফাঁড়ির পাশে মাদকের রমরমা ব্যবসা চলছে, তাই পুলিশ ও গোয়েন্দাদের বলব আপনারা নীরবে সময় কাটাবেন না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির জন্মলগ্ন থেকেই সংবাদমাধ্যমগুলো বিএনপির পক্ষে ছিল না। কিন্তু এ দেশের জনগণ বিএনপির পক্ষে ছিল বলেই বিএনপি পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। গত ১৭ বছরে সাংবাদিকদের কলমের কালি কোথায় ছিল। তবে আমি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনতায় বেশি বিশ্বাস করি।

তিনি বলেন, ‘দেশে একটি গণতান্ত্রিক সরকার যতক্ষণ না আসে ততক্ষণ সরকার সঠিকভাবে সবকিছু পরিচালনা করতে পারে না। তাই সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য দ্রুত একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। বড় বড় পদ পাওয়া সহজ কিন্তু নেতা হওয়া অনেক কঠিন।’

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভোট আমার জন্য নয়, ভোট দেবেন দেশের জন্য।
আপনাদের ভোট আপনারা দেবেন। ভোট আমার ব্যবসা নয়। আমি মন্ত্রী ছিলাম। আমি দলের ঊর্ধ্বে নই। কে প্রার্থী হবে তা কেউ জানে না।
আগে প্রার্থী ঠিক হবে। তারপরে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আপনারা ধানের শীষের জন্য কাজ করুন, বেগম খালেদা জিয়ার জন্য কাজ করুন।’

গয়েশ্বর বলেন, ‘কেরানীগঞ্জের এই গার্মেন্টস পল্লী এলাকা থেকে শতকরা ৯০ ভাগ উৎপাদিত পোশাক দেশের বিভিন্ন অঞ্চলে যায়। জাতীয় অর্থনীতিতে এই এলাকার গার্মেন্ট শিল্প বিশেষ ভূমিকা রাখছে। তাই সবাই মিলেমিশে একসাথে ব্যবসা করবেন। কেরানীগঞ্জে ছিনতাই, ডাকাতি, চুরি ব্যাপক হারে বেড়ে গেছে। পাশাপাশি খুন রাহাজানিও বাড়ছে।’

কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইশা খান ও আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আসাদ খান, বিএনপি নেতা ঈমান উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩১   ১১ বার পঠিত