
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির সময় দূর্জয় সাব্বির (২৮) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে সোমবার(২৫ আগষ্ট) তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। আটককৃত দূর্জয় সাব্বির নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে আসছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তিনি অনলাইন জুয়ার সাথেও জড়িত বলে অভিযোগ রয়েছে। রোববার রাতে গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে তিনি আবারও চাঁদাবাজির চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
দূর্জয় সাব্বির গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, “দূর্জয় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা নেওয়ার সময় জনতা তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৮:৩২ ৮৭ বার পঠিত