
চীনের আনহুই প্রদেশের ভাইস-গভর্নর মি. সুন য়ুং-এর নেতৃত্বে ১৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ২৫ আগস্ট ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে উপাচার্যের সভাকক্ষে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন মি. ঝো মিংজি, মি. ফ্যাং জিনসং, মিস ইয়াং জিয়াওলিন, মি. হাউ কিজি, মিস ওয়াং হাইক্সিয়া, মি. ইয়াং জেন, মি. লিউ ইয়াং, মি. ঝাই রংশেং, মি. ওয়াং মিংসিন, মি. লিউ চুনইয়াং, মিস ওয়াং ঝেংকিয়াও এবং মি. চেন শানশেং।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক দল বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনা বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আরও সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৭ ৫ বার পঠিত