মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

প্যানেল চেয়ারম্যান উপেক্ষা করে প্রশাসক নিয়োগ: মহাদান ইউপিতে সদস্যদের অসন্তোষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্যানেল চেয়ারম্যান উপেক্ষা করে প্রশাসক নিয়োগ: মহাদান ইউপিতে সদস্যদের অসন্তোষ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



প্যানেল চেয়ারম্যান উপেক্ষা করে প্রশাসক নিয়োগ: মহাদান ইউপিতে সদস্যদের অসন্তোষ

জামালপুর প্রতিনিধি : প্রস্তাবিত প্যানেল চেয়ারম্যান নিয়োগ না করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮নং মহাদান ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জামালপুর জেলা প্রশাসকের লিখিত নির্দেশে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতায় দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিআরডিপি কর্মকর্তা সালাউদ্দিন সরকার প্রশাসক হিসেবে এই দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরে প্রধানগণ সহ ইউপি সচিব এবং দুজন পুরুষ ও একজন নারী ইউপি সদস্য উপস্থিত ছিলেন। ইউপি সদস্যরা হলেন ,লাল মিয়া, হাফিজুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য নিছমা বেগম।

জানা গেছে, মহাদান ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য মাহবুবুর রহমানকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি রেজুলেশন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করে প্রশাসক নিয়োগ দেওয়ায় বেশিরভাগ ইউপি সদস্য দায়িত্বভার গ্রহণের সময় অনুপস্থিত ছিলেন।

ইউপি সদস্য চায়না বেগম জানান, প্যানেল চেয়ারম্যানের জন্য তাদের সর্বসম্মত সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।

এছাড়াও ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সরিষাবাড়ী উপজেলার অন্যান্য ৫টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও মহাদানে তা করা হয়নি। তাই এর প্রতিবাদে ১৬ জনের বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেছেন। আদালত তাদের বিরুদ্ধে সমনজারি করেছেন বলেও জানান তিনি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন জানান, পরিষদের প্রশাসক যোগদানকালে নির্বাচিত ১০ জন ইউপি সদস্য কেন অনুপস্থিত ছিলেন। তা খতিয়ে দেখা হবে।

এই ঘটনায় স্থানীয় সচেতন মহল এবং সাধারণ জনগণের মধ্যেও চাপা ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৯   ৯৮ বার পঠিত