মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি

প্রথম পাতা » অর্থনীতি » মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি

মোংলা ইপিজেডে বিভিন্ন ধরনের এলইডি বাল্ব ও প্যাকিং সামগ্রী তৈরির কারখানা স্থাপনে ১০.৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি কোম্পানি লিমিটেড।

নতুন এ বিনিয়োগের ফলে মোংলা ইপিজেডে পণ্যের বৈচিত্র্য আসবে এবং বৈশ্বিক বাজারে এর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করবে।

এ লক্ষ্যে আজ ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং সেনশিন বিডি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান উ চ্যাংকিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীনা এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের এলইডি যেমন এলইডি বাল্ব, সড়কবাতি, স্পট লাইট, প্যানেল লাইট, বিগ স্কাই থ্রি সাইডস এলইডি সোলার স্ট্রিট লাইট, এবিএস এলইডি সোলার স্টিট লাইট, এক্সপ্লোশন প্রুফ এলইডি ল্যাম্প, ফ্লাড লাইট, স্ট্রিপ লাইট, এবং কার্টুন ও পলি ব্যাগের মতো প্যাকিং সামগ্রীও তৈরি করবে।

কোম্পানিটিতে ৭১৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বেপজা বৈচিত্র্যময় খাতের শিল্পকে বিনিয়োগের জন্য উৎসাহিত করে যাচ্ছে। সেনশিন বিডি’র এই বিনিয়োগ ইপিজেড সমূহে বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন এবং আমরা সফলভাবে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করবো।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:৩২   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আমদানি নীতির আদেশে বড় পরিবর্তন আনা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা
রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
ছুটির দিনেও রিটার্ন জমা নেবে এনবিআর
সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা
ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের সব বন্দরে খুব দ্রতই আরটিজিএস চালু করা হবে: গভর্নর
রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে
লুটপাট হলে দায় ওই ব্যাংকের কর্মকর্তাদের নিতে হবে: গভর্নর
রিজার্ভ না বাড়লে চাপে পড়বে বিনিময় হার, উসকে দেবে মূল্যস্ফীতিকে: র‌্যাপিড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ