কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!

প্রথম পাতা » আন্তর্জাতিক » কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে, তার ডেপুটি, জেডি ভ্যান্স বিশ্বাস করেন যে কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের ‘কমান্ডার-ইন-চিফের’ দায়িত্ব নিতে প্রস্তুত। তবে ট্রাম্প হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূর্ণ করার মতো ‘ভালো অবস্থায়’ আছেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে, জেডি ভ্যান্স গত জানুয়ারিতে প্রথমবারের মতো ওভাল অফিসে পা রাখার এবং এর ‘মহিমা’ ও ‘অবিশ্বাস্য ইতিহাস’-এ ‘অভিভূত’ হওয়ার কথা স্মরণ করেন।

৭৯ বছর বয়সি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়ে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট খুবই ভালো আছেন…তার দারুণ কর্মশক্তি আছে।’

৪১ বছর বয়সি এই রিপাবলিকান আরও বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী যে মার্কিন প্রেসিডেন্ট ভালো অবস্থায় আছেন, তিনি তার বাকি মেয়াদ পূরণ করবেন এবং আমেরিকান জনগণের জন্য দুর্দান্ত কিছু করবেন।’

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সাথে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি ‘বড় আঘাতের চিহ্ন’ দেখা যাওয়ার কথা জানায় বিভিন্ন গণমাধ্যম। মূলত এরপরই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়। আর তার মধ্যেই ভ্যান্সের এই মন্তব্য এলো।

জানুয়ারিতে, ৭৮ বছর সাত মাস বয়সে শপথ নেয়া ট্রাম্প ছিলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তার পূর্বসূরী জো বাইডেন ২০২১ সালে যখন দায়িত্ব নেন, তখন তার বয়স ছিল ৭৮ বছর দুই মাস।

তবে মার্কিন ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্পের সাথে যদি কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটে তবে তিনি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫:০৪:১৬   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল
ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে আফগানিস্তান : আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছে : আইএমএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ