জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সংঘর্ষ: আহত ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সংঘর্ষ: আহত ৮
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সংঘর্ষ: আহত ৮

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে ভোক্তা ও ডিলারের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়নের তরুণীআটা বটতলা মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওনা ইউনিয়নের তরুণীহাটা গ্রামের ডিলার নান্নু মিয়ার ছেলে কাজিমুদ্দিনের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিতে যান দৌলতপুর গ্রামের সোলায়মান হোসেনের ছেলে রিপনের ছোটভাই ইমন। সম্প্রতি ওই ইউনিয়নে নতুন ২৪ জন ভোক্তার নাম ডিলার নান্নু মিয়ার তালিকায় যুক্ত করা হয়। নতুন এই তালিকায় রিপনের নাম থাকলেও চাল তোলার সময় ডিলারের ছেলে কাজিমুদ্দিন তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

পরে এই ঘটনার জেরে সোমবার রাত ৭টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ডিলারের পক্ষের কাজিমুদ্দিন, আমজাদ হোসেন, কুদরত আলী, স্বপন মিয়া, বাদল ভুট্টো ও সাইমসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে আমজাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ জানান, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২১:৪৭:২২   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা
নীলফামারীতে তাপমাত্রা ১৩ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
সূর্যের দেখা নেই ২ দিন, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক
আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ