২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বলিউডে মুক্তি পেয়েছে অর্ধ শতাধিক সিনেমা। তবে এতো সিনেমার ভিড়ে বলিউড কাঁপাতে পেরেছে মাত্র কয়েকটি সিনেমাই। দর্শকপ্রিয়তায় শীর্ষে থাকা সেসব সিনেমাগুলো বছরের শেষে আসুন আরও একবার ফিরে দেখি।

২০২৫ সালে শুরু থেকে শেষ পর্যন্ত বলিউড দাঁপিয়ে বেড়িয়েছে সর্বমোট ৫টি সিনেমা। এগুলো হলো-

১। ছাভা: শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমা ‘ছাভা’। এ সিনেমায় প্রথবার জুটি বাঁধেন ভিকি কৌশল ও রাশমিকা মন্দনা। দর্শকপ্রিয়তায় সিনেমাটি আয় করে নিয়েছে ৮০৯ কোটি রুপি। বক্স অফিস দাঁপিয়ে বেড়ানো সিনেমাটিকে অল টাইম ব্লকবাস্টার হিসেবে ঘোষণা করে বলিউডের বক্স অফিস।

২। সাইয়ারা: উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প ‘সাইয়ারা’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডে দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পড্ডা। রোমান্টিক মুভি সাইয়ারা মাত্র ৯০ কোটি বাজেটের সিনেমা। অথচ দর্শকপ্রিয়তায় বক্সঅফিসে সিনেমাটি আয় করে নেয় ৫৬৩ কোটি রুপি। সিনেমাটিকে সর্বকালের ইন্ডাস্ট্রি হিট তকমা দেয়া হয়েছে।

৩। কুলি: নির্মাতা লোকেশ কনাগারাজ পরিচালিত বলিউড সিনেমা ‘কুলি’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। থ্রিল আর রহস্যের আবহে তৈরি ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও রয়েছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজের মতো তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমায় ছিলেন পূজা হেগড়ে। সিনেমাটির আয় ৪৫০ কোটি রুপি। বলিউড বক্সঅফিস সিনেমাটিকে এভারেজ হিসেবে ঘোষণা করে।

৪। ওয়ার টু: দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড সুপারস্টার হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘ওয়ার টু’। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এ সিনেমা পাক-ভারত সংঘাত নিয়ে নির্মিত। সিনেমাতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমাটির বক্স অফিস আয় ৩২৫ কোটি রুপি।

৫। মহাবতার নরসিংহ: পৌরাণিক কাহিনির ওপর নির্মিত অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’। ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাব জয় করেছে এটি।

সিনেমায় দেখানো হয় এক ছোট্ট শিশুকে। যে হিন্দু দেবতা বিষ্ণু ভক্ত। এ দোষে তার পিতা দুষ্ট অসুর হিরণ্যকশিপু নিজ পুত্রকে একাধিকবার মেরে ফেলতে চান কিন্তু প্রতিবারই ব্যর্থ হন।

সিনেমার শেষে দেখানো হয় অন্যায়কারী হিরণ্যকশিপুকে মেরে ফেলতে দেয়াল ভেঙে অর্ধ মানব অর্ধ সিংহ রূপ নিয়ে বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ ধরাধামে নেমে আসে। সিনেমাটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ সিনেপ্রেমীদের হৃদয় জয় করে নেয় চলতি বছর। সিনেমাটির আয় ৩২৬ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১১:২৫:০২   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা
নীলফামারীতে তাপমাত্রা ১৩ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
সূর্যের দেখা নেই ২ দিন, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক
আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ