
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বন্দর উপজেলার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ নমুনা বাজার থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ গণসংযোগ করা হয়।
গণসংযোগ শেষে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলন ও নির্বাচন এক নয়। জনগণের সমর্থনপুষ্ট প্রার্থীরাই রাষ্ট্র পরিচালনায় আসবে। তারেক রহমানের নির্দেশনা স্পষ্ট—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমুখী রাজনীতির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে মাসুদুজ্জামান মাসুদ বিপদগ্রস্ত নেতা-কর্মীদের সহযোগিতা করেছেন। করোনাকালেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামীতেও জনগণের কল্যাণে কাজ করবেন।”
আনোয়ার হোসেন আনু বলেন, “৩১ দফা ছাড়া রাষ্ট্র কাঠামো মেরামতের আর কোনো বিকল্প নেই। সেই দফাগুলো নিয়েই আমরা জনগণের কাছে যাচ্ছি। দল যাকে মনোনয়ন দেবে মাসুদুজ্জামান মাসুদ তার পক্ষেই কাজ করবেন। তবে নারায়ণগঞ্জের উন্নয়ন ও কল্যাণে যোগ্য, মানবিক ও সক্ষম নেতৃত্ব দিতে সক্ষম ব্যক্তি হলেন মাসুদুজ্জামান মাসুদ।”
তিনি আরও যোগ করেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে নারায়ণগঞ্জকে শিক্ষা, শান্তি, কর্মসংস্থান এবং উন্নয়নের মাধ্যমে একটি মডেল ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার।
বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৬ ১২ বার পঠিত