![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কাউয়ামারা গ্রামের মোঃ আলাল (২৬), মোঃ দুলাল (২৫) এবং শ্রাবণ (২৭)। এছাড়া স্থল গ্রামের মোঃ শামীম (২৭) কেও আটক করা হয়। ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন-এর নেতৃত্বে ২৬ বীর-এর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৫টি বাটন ফোন, ৪১টি সিম কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০,৪২৯ টাকা জব্দ করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিল। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৯ ১৫৮ বার পঠিত