
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারের নৈশ্য প্রহরী আব্দুল মান্নান ওরফে খুদু মালকে মারধরের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ ঘটনার প্রতিবাদে মাজালিয়া বাজারের প্রায় ১২০টি দোকানপাট বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে বাজারের নৈশ্য প্রহরী আব্দুল মান্নানকে মাদকসেবী আসাদুজ্জামান বাবু মারধর করেন। এই ঘটনার পর থেকেই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন মঙ্গলবার সকাল ১১টায় ব্যবসায়ীরা তাদের সকল দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল বের করেন, যা পরে বাজার চত্বরে একটি প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে মাজালিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সার ডিলার শামীম রেজা, ব্যবসায়ী মাসুম রেজা, জালাল উদ্দিন, ডাক্তার ছানোয়ার হোসেন, এবং হারুন অর রশিদসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা অবাধে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে মুজার চায়ের দোকানের পেছনে শিমুল গাছতলায় এবং বাজার সংলগ্ন ক্যারাম বোর্ড খেলার ঘরে মাদক সেবন ও বিক্রির আসর বসে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, এসব অবৈধ আড্ডার কারণে বাজারে চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে, যার ফলে ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে এসব অবৈধ আড্ডা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসা ও আড্ডা বন্ধ না হয়, তবে ব্যবসায়ীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
বাংলাদেশ সময়: ২২:৩৭:১৫ ৩৫ বার পঠিত